ঢাকা, ১২ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮৩২

 ট্রেন যোগাযোগ:  সিলেটের অবস্থা জঘন্য কেন?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১০ ২৫ জুন ২০১৯  

সেতু ভেঙে গেলো, ঢাকা-সিলেট সড়ক যোগাযোগ বন্ধ হলো। এখন ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মানুষ মারা গেলো। আহত হলো। ট্রেন যোগাযোগও বন্ধ হলো। সড়কে, সেতুতে কাজ হচ্ছে তো হচ্ছেই। শেষ হয় না। সিলেট সুনামগঞ্জ সড়কের কাজ চলছে ধীরলয়ে। কাজের মান নি¤œ। কেউ দেখার নেই। শেখ হাসিনার উন্নয়ন লুটে নেয় ঠিকাদার ইঞ্জিনিয়ার।

জনপ্রতিনিধি, মন্ত্রীমহোদায়গন দেখেও দেখেন না। সিলেটের মানুষ যেন অভিভাবকহীন। এমন বৈষম্য সিলেটের প্রতি কেন? বুঝি না! জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখে সিলেটের দেশি-বিদেশিরা। রাজনীতিবিদ ও সিলেটের মন্ত্রীরা এসব নিয়ে এতো উদাসীন কেন বুঝি না! দেশের উত্তরে ট্রেন যোগাযোগ সড়ক যোগাযোগ উত্তম। অথচ সিলেটের সাথে সব সময় ট্রেনের অবস্থা জঘন্য। সিলেটবাসীর প্রতি এমন আচরণ কেন? সিলেটের মন্ত্রীরা দিনের পর দিন এতো উদাসীন কেন? ফেসবুক থেকে

মুক্তমত বিভাগের পাঠকপ্রিয় খবর